Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ডিসেম্বর ২১, ২০২৪, ১০:০৭ পিএম ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য উল্লেখ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮কোটি জনগণ শ্রমিক। সেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। তারা সর্বক্ষেত্রে বঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। 
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা হলরুমে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন' ২০২৪ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি পতিত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, হাসিনা সর্বক্ষেত্রে দলীয়করণ, আত্মীয়করণ ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দিয়েছে। এখন শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী চক্রান্ত-ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, সকল মানুষকে সাথে নিয়ে এই দুর্নীতিবাজ, স্বৈরাচারী শেখ হাসিনা যাতে দেশে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আব্দুল মালেক খান আরও বলেন, শেখ হাসিনা সরকার সর্বক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত করার পাশাপাশি তাদের উপর জুলুম নির্যাতন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও চৌগাছা -ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, ঝিকরগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক হারুন আর রশিদ। জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার নির্বাহী সদস্য ইমামুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুকুল, আসমত উল্লাহ, আলমগীর হোসেন সবুজ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Side banner