টঙ্গীর ইজতেমার ময়দানে সাদপন্থিদের অতর্কিত হামলায় শুরায়ী নিজামের সাথীদের হত্যা ও হামলাকারীদের বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গাইবান্ধা হেফাজতে ইসলাম ও তাবলীগ জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গাইবান্ধার কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিস কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধার হেফাজতে ইসলামের জেলা আমীর মাওলানা আব্দুল বাসেছ, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মানসুর রহমান খান, এম এম মাজেদসহ অন্যান্যরা। সমাবেশ শেষে ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জেম হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে সংঘর্ষে জড়ায় মাওলানা সাদ ও জুবায়েরপন্থিরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।
আপনার মতামত লিখুন :