মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী।
দেড় যুগের বেশী সময় পর মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে বড় পরিসরে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মৌলভীবাজারে জামায়াতে ইসলামী ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। তবে এবার বড় পরিসরে উন্মুক্ত স্থানে ‘কর্মী সম্মেলন’ করছে দলটি।
আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।
কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বড়লেখা উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ যোহর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদের সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, পৌরসভা সভাপতি জুবের আহমদ, সেক্রেটারি আব্দুস সামাদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, যুব কল্যাণ পরিষদের সভাপতি ডা. কামাল হোসেন, সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি আবু তাহের, উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সেক্রেটারি কাউসার হামিদ সুন্নাহ, শহর ছাত্র শিবির সভাপতি হুমায়ুন কবির সাজুসহ সহস্রাধিক নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :