ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার মিরপুর গ্রামের আলহাজ্ব এনামুল হক লাবলুর নিজস্ব অর্থায়নে ৩শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর বাজারে এলাকার অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব এনামুল হক লাবলু।
বাঞ্ছারামপুর উপজেলার জাসাসের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় ও ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামাদ মেম্বারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল হক বাবুল, হুমায়ুন কবির, বাবুল মিয়া, রোকন উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :