Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পাবনায় জামায়াতের মটরসাইকেল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৪৬ পিএম পাবনায় জামায়াতের মটরসাইকেল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাইকুলা ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগ ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোডাউন শেষে ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আতাইকুলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগ এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। 
আতাইকুলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সোহেল রানা এবং মোঃ লিয়াকত হোসেনের পরিচালনায় উক্ত মোটরসাইকেল শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও যুব বিভাগের উপদেষ্টা মোঃ আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ হুজ্জাতুল্লাহ এবং হাফেজ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। 
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক নাবিল মাহমুদ, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, আইটি প্রচার ও মিডিয়া সম্পাদক মো. নুরুন্নবী, অফিস সম্পাদক মোঃ আকমাল হোসেন, মোঃ খাইরুল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আলতাব মাহমুদ, ১নং ওয়ার্ডের সভাপতি মাসুদ মোল্লা, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ বাচ্চু, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ সহ জামায়াতের এবং যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

Side banner