Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

খুনি হাসিনার ষড়যন্ত্র রুখে দিবে বাংলার জনগণ: তালেব মন্ডল 


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:২৪ পিএম খুনি হাসিনার ষড়যন্ত্র রুখে দিবে বাংলার জনগণ: তালেব মন্ডল 

পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, ৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও দেশবাসী তার কোন সুফল পায়নি। বারবার এদেশের জনগণ নির্যাতিত নিপিড়ীত হয়েছে। যার জন্য ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। শেখ হাসিনা হাজার হাজার কোটি ডলার চুরি করে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জনগণ। 
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের চাঁপাবিবি মসজিদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি নিয়ে টেকনিক্যাল মোড় হয়ে ডিসি অফিস, আব্দুল হামিদ সড়ক পদক্ষিন করে ট্রাফিক মোড়ের শহীদ চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, দুর্নীতি ও টাকা পাচারের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়ি বানানো হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে বিদেশে বাড়ি-গাড়ি বানিয়ে আওয়ামী লীগের নেতারা আরাম আয়েশে দিন কাটাচ্ছে।  সেই নেতাদের কিছু কর্মীরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। যার যার জায়গা থেকে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
৭১ সালের শহীদদের কথা স্বরণ করে তিনি বলেন, জন্মভূমি ও মাতৃভূমি কে রক্ষা করার জন্য জীবন দিয়েছে সেইসব শহীদ চির অম্লান হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের জন্যই আমরা সুন্দর দেশ পেয়েছি। ২৪ সালে এদেশের ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতাকে নস্যাৎ হতে দেওয়া হবে না। স্বাধীনতা অর্জন করতে পেরেছি রক্ষাও আমরা করতে পারব। কোন শকুন চোখ রাঙাতে পারবে না।
আজকে যেই শহীদ চত্ত্বরে সমাবেশ করছি এখানেও দুজনকে প্রকাশ্যে গুলি করে শহীদ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। দু:খজনক হলেও সত্য যে ওই সব খুনিদের আজও গ্রেপ্তার করা হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে  তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জনগণ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। 
হাসিনা সরকার জামায়াতে ইসলামীর আমীরসহ কেন্দ্রীয় সব নেতাদের জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে হত্যা করছে। এসব রক্তের প্রতিটি ফুটার বদলা নেওয়া হবে। যার বিনিময়ে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ ।
পাবনা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, পৌর জামায়াতের আমীর আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম।

Side banner