Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

রামপালে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল


দৈনিক পরিবার | মোঃ আকাশ উজ্জামান শেখ ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:৫৬ পিএম রামপালে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল

বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বিএনপি’র কর্মী সমাবেশকে কেন্দ্র করে জনতার ঢল নেমে আসে। সমাবেশ শুরুর আগে ইউনিয়নের সকল ওয়ার্ড ও পাশ্ববর্তী ইউনিয়নগুলো থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শরাফপুর মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ পরিচালনা কমিটির আহ্বায়ক তালুকদার বদিউজ্জামান মিনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। 
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার মাহফুজুর রহমান (চিক), শেখ ফিরোজ কবির, মল্লিক জিয়াউল হক জিয়া, কাজী অজিয়ার রহমান, এস এম আলমগীর কবির বাচ্চু, মোঃ শাহাদাৎ হোসেন, শাহাজালাল গাজী, আলতাফ হোসেন বাবুল, ছাত্রদল নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুল ইসলাম বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি দেশের কল্যানে সব সময় কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা সব সময় বাংলাদেশের উন্নয়ন করা। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। ছাত্রজনতার এ বিপ্লব কোনভাবেই বৃথা হতে দেয়া যাবেনা। অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং সকল বৈষম্য দূর করবেন। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,  বিএনপি মানুষের কল্যানে কাজ করে। দলে কোন সন্ত্রাসী, উশৃংখল, চাঁদাবাজ ও চোরদের কোন স্থান নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে কোন অপরাধে জড়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান এ বিএনপি নেতা। 
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা মল্লিক দেলোয়ার হোসেন, এম সাইফুজ্জামান বাদশা ও মোল্লা লোকমান হোসেন।

Side banner