শহীদ জিয়ার সৈনিক হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে দলকে কর্মীবান্ধব, আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া গ্রামের ৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. আমজাদ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জৈনসার ইউনিয়ন বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হাজী শেখ মো. নাজিম উদ্দিন, জৈনসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. আমির সোহেলের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব মো. শাহাদাত শিকদার, উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান টিটু, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. মাকসুদুর রহমান রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আমিন শেখ, উপজেলা যুবদলের সদস্য জাকারিয়া তালুকদার, জৈনসার ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল হাওলাদার, ৬নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হাজী রতন বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জামাল উদ্দিন শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ইকবাল শেখ, ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. পনু মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু তাহের, ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক বিল্লাল হাওলাদার, ৭ নং ওয়ার্ড বিএনপি'র কার্যকরী সদস্য এমদাদ হোসেন মোল্লা।
এছাড়াও হাজী মো. আলী মোল্লা, রাজীব মোল্লা, আনোয়ার মোল্লা, জাহিদ বেপারী, তোতা মোল্লা, কাজল শেখ, হুমায়ুন মোল্লা, মনির হোসেন মোল্লাসহ জৈনসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :