লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব কামাল খান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতর থেকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ। মাহাবুব কামাল খান সুজন ওই ইউনিয়নের সাবেক ইউ-পি সদস্য আলম খা’র পুত্র। তার বাড়ি পুর্ব ফকিরপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং শতাধিক ছাত্র আহত হয়। এ ঘটনায় মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন গত ১৩ নভেম্বর। মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামী করা হয়। ওই মামলার ৮৬ নং আসামী হলেন মাহাবুব কামাল খান সুজন।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :