কুমিল্লার হোমনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে কুমিল্লা উত্তর জেলা সাতটি উপজেলা কৃষকদলের উদ্যোগে আছাদপুর ইউনিয়ন তেভাগিয়া-চারকুড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আলোচনা সভা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হোমনা উপজেলা কৃষকদলের সভাপতি জহিরুল ইসলাম জগলুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ও উপজেলা সভাপতি জহিরুল ইসলাম জগলুলের সভাপতিত্বে ও হোমনা উপজেলা কৃষক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা কৃষক দলের আহবায়ক মফিজুল ইসলাম, সদস্য সচিব জসীম উদ্দীন, মেঘনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামান মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম মেম্বারসহ আসাদপুর ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন।
জানা যায়, জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮০ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের অন্যতম এ অঙ্গ সংগঠন গঠন করেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কৃষক দলের যাত্রা শুরু হয়। পরে আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :