মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায়, আমরা যারা বিএনপি করি, দলের স্বার্থে বিভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসে এক সাথে দলের কাজ করে দলকে তৃণমূল থেকে ঢেলে সাজিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি করতে। গ্রাম থেকে শহরে দলকে সুসংগঠিত করে শক্তিশালী দলে পরিণত করতে, এক্ষেত্রে আমরা অবিচল থাকতে হবে। আমরা সকলে এক ও অভিন্ন বিএনপি। এর সাথে কোনো রকমের আপোষ নেই। এখন সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। এর প্রক্রিয়া শুরু হয়েছে। নিজেদের ভেদাভেদ ভুলে যেয়ে এক সঙ্গে কাজ করাটা দলের জন্য সুফল বয়ে আনবে। সারা জেলার বিএনপির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আমাদের দিকে চেয়ে আছেন। তারা চান দলের গ্রুপিং কোন্দল মিটে বিএনপি ঐক্যবদ্ধ হউক। এটাই এখন সকলের চাওয়া।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পৌরসভা হলরুমে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে বসায় আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে একে অপরের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এটি যে বহাল থাকছে। আবার যে ফিরে এসেছে এতে আমি খুশি হয়েছি। দলের অভিজ্ঞ নেতাদের দিয়ে আমরা সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের টিম দায়িত্ব প্রদান করা হয়েছে।
ময়ূন সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে বলেন, বিএনপির রাজনীতি করতে হলে দলের হাইকমান্ডের নির্দেশনা পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। এসময় দুটি অংশের নেতৃবৃন্দ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশি জুবায়ের আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাডা বিএনপি’র সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, মোশারফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, নাসির উদ্দিন মিঠু, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ ও আনিসুজ্জামান বায়েস, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :