Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

পাবনায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


দৈনিক পরিবার | মো. শিমুল হক ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:০৪ পিএম পাবনায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পাবনা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় পাবনা শহরে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। র‌্যালিটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
র‌্যালিতে পাবনা জেলা সহ ভাঙ্গুরা, সাঁথিয়া, চাটমোহর, পাবনা সদর উপজেলার কৃষকদল, ছাত্রদল  স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানে নেতাকর্মীদের বক্তব্যে গত ১৫ বছর অত্যাচার ও নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এই সম্পর্কে আলোচনা করা হয়। তারা পরাধীনতার শিকল ছিড়ে মুক্ত জীবনযাপন করতে চায়। 

Side banner