Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বারহাট্রায় কৃষকদলের কর্মী সমাবেশ


দৈনিক পরিবার | জহিরুল ইসলাম অসীম ডিসেম্বর ৮, ২০২৪, ০৮:৫৬ এএম বারহাট্রায় কৃষকদলের কর্মী সমাবেশ

নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সবাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে বারহাট্রা অডিটরিয়ামে উপজেলা কৃষকদলের আয়োজনে দলীয় নেতাকর্মীসহ সাধারণ কৃষকদের উপস্থিতিতে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারহাট্রা উপজেলা কৃষকদলের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুধীন্দ্র চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সালাহ্ উদ্দিন খান মিল্কী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু,বারহাট্রা উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাক আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজু আহম্মেদ, বারহাট্রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মানিক আজাদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এডভোকেট বাবুল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আজারুল ইসলাম কমলসহ স্থানীয় বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দ ।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে কৃষকদলের সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগদান করেন।

Side banner