বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সোলাইমান হোসেন, আব্দুল গফুর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, ইসরাইল আশেকে মাগফুর, জিয়াউর রহমান প্রমুখ।
এসময় এ সম্মেলন দেবহাটা উপজেলায় ২০৩ জন পুরুষ/মহিলা সদস্য (রুকন) দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য দেবহাটা উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত করতে ভোট গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :