লন্ডন থেকে দেশে ফেরার পর পাবনার সাঁথিয়ায় বাবার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আসর সাঁথিয়া উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে নিয়ে সাঁথিয়ার মনমথপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন তিনি।এর আগে সাঁথিয়া উপজেলা মসজিদে তিনি জুম্মার খুতবা, ইসলামীক আলোচনা এবং জুম্মার নামাজের ইমামতি করেন।
এ সময় সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনে উপজেলা সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমীর মাওলানা আব্দুল গফুর, মোঃ মেহেদী হাসানসহ জামায়াত নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :