Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
অধ্যাপক গোলাম রসুল

আওয়ামী লীগ মানুষের সব ধরনের অধিকার হরণ করেছিল


দৈনিক পরিবার | সাঈদ ইবনে হানিফ ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:৩৭ পিএম আওয়ামী লীগ মানুষের সব ধরনের অধিকার হরণ করেছিল

স্বৈরাচারী হাসিনা সরকারের সীমাহীন দুঃশাসনের কবলে পড়ে মানুষ সব ধরনের অধিকার হারিয়েছিল। বিরোধী দল মত দমনের জন্য তিনি যে ভয়ঙ্কর রূপরেখা প্রণয়ন করেছিলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের সামনে তা উন্মোচিত হয়েছে। সেই সাথে জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে দেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে।  
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসুয়াড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, যশোর জেলা আমীর অধ্যাপক মোঃ গোলাম রসুল এসব কথা বলেন। 
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল গফুর এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা দায়িত্বশীল অধ্যাপক মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণের উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাসুয়াড়ি ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আনিছুর রহমান বিপ্লব, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা সোহরাব হোসেন, আমিরুল ইসলাম বুলু, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা বেলাল হোছাইন প্রমুখ। 
অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মো. রোস্তম আলী। 

Side banner