Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান

নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না


দৈনিক পরিবার | সাতক্ষীরা প্রতিনিধি নভেম্বর ৩০, ২০২৪, ০৬:৪৬ পিএম নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না

মা-বোনেরা ঘরে ও কর্মস্থলে সুরক্ষিত থাকবে জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, বিশ্বনবী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধ ক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে।
ডা. শফিকুর রহমান বলেন, নারীরা সামর্থ অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবো না। তারা ইচ্ছা ও খুশিমতো পোশাক পরতে পারবে। 
তিনি বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করবে জামায়াত। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে।
জামায়াত আমির বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এ বাগানে মাঝে মধ্যে হুতোম পেঁচা ঢুকে পড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা এমন দেশ চাই যেখানে মসজিদ, মন্দির ও গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না।
তিনি বলেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই। তবে কোনো উসকানিতে ফাঁদে পা দেওয়া যাবে না। 

Side banner