Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শেখ হাসিনা মানুষকে সম্মান দিতে পারেননি: লক্ষ্মীপুরে এ্যানি


দৈনিক পরিবার | আব্দুল্লাহ আল ফয়সাল নভেম্বর ২৩, ২০২৪, ০৯:১৮ পিএম শেখ হাসিনা মানুষকে সম্মান দিতে পারেননি: লক্ষ্মীপুরে এ্যানি

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে সম্মান করেননি, তাই নিজেও অসম্মান হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বলে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর জেলার তৃতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনটি আয়োজন করা হয়।
এখন দেশে দ্বিতীয় বিপ্লব ও দ্বিতীয় স্বাধীনতা হাওয়া বিরাজ করছে জানিয়ে এ্যানি বলেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন আশা-আকঙ্খা, নতুন ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশের কারিগর হলেন এই শিক্ষক ও ছাত্ররা। আমরা সবাই নতুন বাংলাদেশ গঠনে কাজ করছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ।’
এ সময় এ্যানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘১৫ বছর চেষ্টা করে আমরা আন্দোলন থেকে বের হতে পারিনি। ছাত্ররা যখন বৈষম্যবিরোধী আন্দোলনে একত্র হয়েছেন, এই মেধাবীদের দিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা একটি রাজনৈতিক পরিবারের সন্তান। কিন্তু মানুষকে সম্মান দিতে পারেননি। বেগম খালেদা জিয়া ও প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন। এ কারণে তার সম্মানটুকু তিনি নিতে পারেননি। তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে সংস্কার শেষে নির্বাচন হবে এবং, জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতন্ত্রের ভীত শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে এ্যানি বলেন, ‘অন্তর্র্বতী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। কোনোভাবেই এ সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। এ সরকার ফেল করলে আমার-আপনার বিপদ। এ বিপদ প্রতিরোধে আমাদের ঐকবদ্ধ থাকতে হবে।’
এর আগে সম্মেলন উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা।
বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ ও বিশেষ আলোচক ছিলেন মহাসচিব ফিরোজ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম আব্দুল্লাহ ও ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম প্রমুখ।
সম্মেলেন অতিথিদের কাছে বিএমজিটিএ নেতারা তাদের ৯ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে মাদরাসাসহ সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা। শূন্যপদে ইনডেক্সধারী সব শিক্ষকের বদলি ব্যবস্থা চালু করা। সহকারী শিক্ষকদের দ্রুত অষ্টম গ্রেড বাস্তবায়ন করা হয়। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করা ইত্যাদি।

Side banner