ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার রাধানগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আব্দুল মান্নান।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, বিএনপি নেতা জালাল উদ্দিন রুমি, আসাদুজ্জামান, মজিবুর রহমান মিন্টু, আক্তারুজ্জামান সোহেল, তকদির হোসেন জসিম, প্রিন্সিপাল আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম সিরাজ।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসার সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
দীর্ঘদিন পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ভোটারদের সর্বসম্মতিক্রমে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক হিসেবে ভিপি এ কে এম মুসা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জেড এইচ শুকড়ি সেলিম নির্বাচিত হয়।
এদিকে বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয় এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক ছালে মুসা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে মো. কামাল হোসেন।
আপনার মতামত লিখুন :