ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার উজানচর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
এসময় তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
কৃষিবিদ পলাশ আরও বলেন, আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নের্তৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। তারই দিকনির্দেশনা মোতাবেক আধুনিক উন্নত সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়ে তুলবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জে এইচ শুকরি সেলিম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক সাইদ, যুবদলের আহবায়ক হারুন অর রশীদ আকাশ, যুবদল নেতা আবু কালাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান, যুবদল নেতা নাজির হোসেন ভেন্ডার, হামিদ মেম্বার, মুকুল মিয়া, এডভোকেট মহসিন মিয়া, বিএনপির নেত্রী রুমা আক্তার, বিউটি আক্তার।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বুধবার (২০ নভেম্বর) বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :