Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল


দৈনিক পরিবার | মো. আফফান হোসাইন আজমীর নভেম্বর ৭, ২০২৪, ০৮:৪০ পিএম রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল

স্বৈরাচারী হাসিনার পতনের পর রংপুর জেলা ও মহানগর বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি'র কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী ও বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়েছে। ছাত্র জনতা ও বিএনপি'র নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতায় যোগ দেওয়ায় পালিয়েছেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ গঠনে ৩০ দফা সংস্কারের দাবি জানিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে এই দেশকে পরিচালনা করা সম্ভব। অন্তবর্তীকালীন সরকারকে দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুল। তাই দ্রুত সময়ের মধ্যে ভোটের দাবি জানিয়েছেন তারা। বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা এই দেশকে লুটেপুটে খেয়েছে। আমরা তা আর হতে দিব না। আমরা চাই অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। পলিটিকাল গভমেন্ট ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়। 
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির, আহবায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর কৃষক দলের সভাপতি শাহানেওয়াজ লাবু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ জেলা ও মহানগরের বিভিন্ন অংগসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।

Side banner