জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে (৭ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জাবি শাখা) পোস্টার লাগানো কর্মসূচি পালন করেছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়।
মওলানা ভাসানী হল, কামাল উদ্দিন হল, বিশ্ব কবি এছাড়াও রবীন্দ্রনাথ ঠাঁকুর হল, শেখ রাসেল হল, তাজউদ্দিন হল, রেজিস্ট্রার ভবন, খালেদা জিয়া হল, মুরাদ চত্ত্বর এবং ডেইরি গেইটসহ বিভিন্ন স্থানে এই পোস্টারিং কার্যক্রম চালায় তারা।
এময় ছাত্রদলের সংগঠক আবু বকর রাশেদ (রাশু) বলেন, আমাদের এই উদ্যোগ জাবি এলাকায় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ছাত্র সমাজের মধ্যে ঐক্য ও উদ্দীপনা সৃষ্টি করতে সহায়ক হবে বলে মনে করি।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন তমাল, সোহাগ, শাহরিয়ার, জুবায়ের, রেজা, রাজু, তৈয়ব, চঞ্চল, রাসেল, আবু বকর রাশেদ (রাশু), মোস্তাফিজ অং, শাওন, ইব্রাহিম, রুবেল, আলিফ সহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :