কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম মো. কেনু মিয়া সরকারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে আসাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খোদেদাউদপুর খেলার মাঠে প্রয়াত বিএনপির নেতার স্মরণে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আসাদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আবু বকর মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আমির হোসেন, ড.খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রফেসর আব্দুল গনি, ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আমজাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. বদিউজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগরুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইনুল সরকার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হুমায়ুন কবির, আছাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্টু মিয়া।
আরো বক্তব্য রাখেন আসাদপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়া উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, আছাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব, উপজেলা যুবদলের সদস্য মো. মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় মরহুম নেতার স্মৃতিচারণ করে বলেন, আমরা একজন গুণীজন প্রবীণ ব্যক্তিকে হারিয়েছি, বিএনপির দুঃসময়ে সবসময় তিনি আমাদের পাশে ছিলেন। মরহুম কেনু মিয়া সরকার বিএনপি’র নিবেদিত প্রাণ ছিলেন এবং একজন ভালো সংগঠক ছিলেন বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। এর আগে মরহুম কেনু মিয়া সরকারের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন সহ বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :