বরগুনার পাথরঘাটা হরিণঘাটা পর্যটন এলাকার সরকারি রেস্ট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরগুনা জেলা আমীর মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরগুনা নায়েবে আমীর আবু জাফর মোঃ সালেহ্, বরগুনা জেলা সেক্রেটারি এস এম মাওলানা আফজালুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী সাবেক সভাপতি ও বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন।
কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা জামায়াতে আমীর মোঃ শামীম আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাথরঘাটা উপজেলা শাখা।
উক্ত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান সকাল ৭টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে। পাথরঘাটা উপজেলা জামাতে ইসলামির বাছাইকৃত কর্মীদের নিয়ে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক হাজার কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জ্ঞানের রাজ্যে দেউলিয়া হলে চলবেনা। ইসলাম প্রিয় সকল মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং নৈরাজ্যবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের আরো বিশাল জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হবে এবং চৌকস এ পরিচয় দিতে হবে।
প্রধান বক্তা মহিবুল্লাহ হারুন বলেন ইসলাম বিরোধী শক্তিগুলো বসে নেই তারা সকল সময়ই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই সকল ইসলামি আন্দোলনের কর্মীদের সজাগ থেকে দ্বীনি শিক্ষায় আরো জ্ঞান অর্জন করতে হবে। তাই কর্মী শিক্ষা শিবিরের বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :