Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

হোমনায় বিএনপির নতুন কমিটি গঠনের প্রতিবাদে গণবিক্ষোভ


দৈনিক পরিবার | হোমনা (কুমিল্লা) প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৪২ পিএম হোমনায় বিএনপির নতুন কমিটি গঠনের প্রতিবাদে গণবিক্ষোভ

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ায় এবং অর্থেও বিনিময়ে পকেট কমিটি ও মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবি চেয়ে গণবিক্ষোভ মিছিল করেছে মাঠ পর্যায়ের পদবঞ্চিত নেতাকর্মীরা। 
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে হোমনা চৌরাস্তা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোমনা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর সভা সহ ও বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী সমর্থক অংশ গ্রহন করেন। 
এ সময় কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আক্তারুজ্জামান সরকার ও এ এফ এম তারেক মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ পুড়িয়ে দেয় মিছিলকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় ক্ষমতালোভী হয়ে জেলা কমিটিকে ব্যবহার করে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে নিজের আখের গুচ্ছানোর জন্য দলের যোগ্য জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে  কমিটি গঠন করেছে। অবিলম্বে অধ্যক্ষ সেলিম কে বহিস্কার দাবী করে মেয়াদ উত্তীর্ণ অবৈধ কুমিল্ল উত্তর জেলা কমিটি বাতিল ও নতুন কমিটি স্থগিত করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবী জানায় বক্তারা।
উপজেলা বিএনপির পদ বঞ্চিত সাবেক আহবায়ক জহিরুল হক জহর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, সাবেক যুগ্ন আহবায়ক মো. আলমগীর সরকার, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলম, সাবেক যুগ্ন আহবায়ক মো. মজিবুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
জানা যায়, গত ২৫ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক ঘোষিত হোমনা  উপজেলা বিএনপির ৫১ ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও যুগ্ন আহবায়ক উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট. আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপি সদস্য সচিব সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম সহ কয়েক জন নেতাকে বাদ দেয়া হয়েছে।

Side banner