মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক এবং যুগ্ম সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকালের দিকে এম এ খালেক এবং শফিকুল আলমকে কারাগারে পাঠানো হয়। দুপুরের দিকে এম এ খালেক এবং শফিকুল আলমকে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থায় গাংনী থেকে মেহেরপুর নেওয়া হয়। এর আগে গাংনী র্যাব-১২ এর সদস্যরা এম এ খালেক এবং শফিকুল আলমের বাড়ি থেকে আটক করে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে গাংনী থানা পুলিশ ১৯ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ আসামী হিসেবে তাদেরকে আদালতে পাঠান। গাংনী আমলী আদালতের বিচারক জাহিদুর রহমান, এম এ খালেক এবং শফিকুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :