কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ব্যাপক গণ সংযোগ ও পরবর্তীতে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে শনিবার বিকেলে গণ সংযোগ শেষে ঝিনাইদহে সংগঠনের সভাপতি ভিপি নূর এর আলোচনা সভায় অংশ নেয়া হয়।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবীব, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচীব খালেকুজ্জামান, আহবায়ক জিলহজ্ব খান, সদস্য সচিব মিনহাজুল হক পাপ্পুসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে শাকিল আহমেদ তিয়াসকে কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন প্রদানের জন্য জোড় দাবী জানানো হয়।
আপনার মতামত লিখুন :