Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডোমারে গণঅধিকার পরিষদের কমিটি গঠন


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) সংবাদদাতা  অক্টোবর ৮, ২০২৪, ০৬:৩০ পিএম ডোমারে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

সম্প্রতি নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল 'গণঅধিকার পরিষদ (জিওপি)'-এর নীলফামারী জেলার আওতাধীন ডোমার উপজেলা শাখার ৫৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বাবু ও সাধারণ সম্পাদক পদে শাহীন নির্বাচিত হয়েছেন।
গণঅধিকার পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডোমার উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মোঃ হাবিবুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহীন আলমকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ লিটন মাহমুদ, মোঃ আল আমিন, মোঃ কামরুল হাসান ও মোঃ মঈনুল হক এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল খালেক, মোঃ আজিজুল হক, মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ মহসীন আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লোকমান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এইচএম বাবু পাটোয়ারী ও মোঃ রশিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাওন ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মোঃ নুর আমিন, প্রচার সম্পাদক মোঃ আরিফ ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ কাওসার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা গোলাম আরশাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আবু হানিফ, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনজারুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মোঃ সাফিউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ লুৎফর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ফাতেমা আক্তার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, দুর্নীতি ও মাদক নির্মুল সম্পাদক আব্দুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আলফেজ সানী এবং সমাজসেবা সম্পাদক পদে মোঃ আনিছুর রহমান তনু।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাহীনুর ইসলাম, ওমর ফারুক, মোঃ জহির উদ্দিন, শ্রী দীপক চন্দ্র রায়, মোঃ জহিরুল ইসলাম, শ্রী মাধব সাহা, তহিদুল ইসলাম, সোয়াইব হোসেন, জুয়েল ইসলাম, সাদ্দাম হোসেন, জয়নাল আবেদীন, সহিদার রহমান, আনারুল ইসলাম, নুর নবী ইসলাম, বাবুল রহমান, বুলবুল ইসলাম, আবু হোসেন, মিলুর রহমান, ওবায়দুল হক, সুশীল বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, পেয়ারুল ইসলাম, জাকির হোসেন, সাগর হোসেন ও আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে ৩ মাসের জন্য কমিটির অনুমোদন প্রদান করেন জেলা কমিটির নেতৃবৃন্দ।

Side banner