দৃর্বাডাম্গা ইউনিয়ন জামায়েতের উদ্যোগে মনিরামপুর উপজেলার বিপ্রকোনা দাখিল মাদ্রাসায় এক যুব সমাবেশের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির শিক্ষক মোঃ আবুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান ও দলীয় নেতাকর্মিদের দিক নির্দেশনা বক্তব্য দেন জামায়াতের সুরা সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক।
গাজী এনামুল হক বলেন জাময়াতে ইসলামি সাধারণ মানুষের ভালো বাসার দল, জামায়াত ইসলাম কে মানুষ বুকে ধারণ বাহন করে। কোন মানুষ যেন বলতে না পারে জামায়াতের কোন নেতা বা কর্মি মুখ পোড়া মানুষের সাথে ভালো করে কথা বলেনা ভালো ব্যবহার করে না এমন যদি কেউ থেকে থাকেন তাহলে তাকে জাময়াত ইসমাইলী দল করার দরকার নেই।
প্রধান বক্তা উপস্থিত যুবকদের উদ্দেশ্য করে বলেন কাল কে কে কোরান তেলওয়াত করেন নি হাত তোলেন শত শত যুবকের মধ্যে মার্ত তিন চার জন যুবক হাত তোলেন।
তাদের উদ্দেশ্য করে বক্তা বলেন কোরানি হলো মুসলমানদের জীবন তাই কোন ভাবে প্রতিদিন কোরান তেলয়াত বন্ধ করা যাবেনা জীবনে বেচে থাকলে প্রতিদিন কোরান পড়বেন।
এনামুল হক উপস্থিত যুবকদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে প্রতিমাসে দুই দিন পারিবারিক মিটিং এ বসবেন পরিবারের সদস্যদের কাছে জানতে চাইবেন তোমাদের কার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে বা আমার কোন কোন কাজে তোমাদের সমস্যা মনেহয় আমাকে সবাই বলো দেখবেন এমন করলে আপনার সংসারে কোন রকম সমস্যার সৃষ্টি হবেনা বা আপনার যদি কোন কাজে ভুল হয় তাহলে সেটা আপনি সুদের নিতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক লিয়াকত আলী। সার্বিক অনুষ্ঠান টি পরিচালনা করেন সাবেক ছাত্র শিবির নেতা মোঃ আব্দুল্লাহ।
আপনার মতামত লিখুন :