Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
বড়লেখায়

দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়


দৈনিক পরিবার | আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৪, ০৬:১৮ পিএম দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, তালিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি রুহুল আমিন।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে থেকে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারন সম্পাদক রঞ্জিত কুমার পাল, কোষাধ্যক্ষ ডা: মুক্তালাল বিশ্বাস, বড়লেখা প্রেসক্লাবের প্রচার সম্পাদক তপন কুমার দাস, শৈলেশ চন্দ্র দাস, রুপন চন্দ্র দাস, নিবলু দত্ত, উজ্জ্বল ঘোষ, ডাঃ সুকুমার দেবনাথ, বিজয় দেব, অজিত বিশ্বাস, সন্দীপ দাস, সীতেশ চন্দ্র দাস বিসু প্রমুখ।

Side banner