ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল এর বিরুদ্ধে ভূয়া অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ফুলপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন।
সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় ফুলপুর (সিএমবির দিঘি) অটোরিকশা স্টেশন থেকে শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন।
ফুলপুরে মাটি শাকিল ভায়ের ঘাঁটি, রাজ পথ ছাড়িনাই শাকিল তোমার ভয় নাই, নানা স্লোগান তুলে বিক্ষোভকারীগণ।
মিছিল শেষে বিক্ষোভকারীগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভুয়া অভিযোগের ভিত্তিতে জোবায়েদ হোসেন শাকিল ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে, কুরুচিপূর্ণ স্লোগান তুলেছে। আমরা এর নিন্দা জানিয়ে সঠিক বিচারে দাবি করছি। শেষে উপজেলায় স্মারকলিপি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :