Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
বাঞ্ছারামপুরে কাউন্সিলকে সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা

আওয়ামী চক্র এখনও ষড়যন্ত্রে লিপ্ত: কৃষিবিদ পলাশ


দৈনিক পরিবার | ফয়সল আহমেদ খান অক্টোবর ৫, ২০২৪, ০৯:০৮ পিএম আওয়ামী চক্র এখনও ষড়যন্ত্রে লিপ্ত: কৃষিবিদ পলাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিনভর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগরে ২ ধাপে অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ।
মতবিনিময় সভার প্রধান প্রতিবাদ্য বিষয় ছিল, আগামী ১০ নভেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উজ্জীবিত করা।
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, এরশাদুর রহমান চেয়ারম্যান, আবদুল করিম, সাখাওয়াত হোসেন, হানিফ মাঝি, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, সেলিম আক্তার, দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।
এছাড়া উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশীদ আকাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা আবু কালাম, পৌর বিএনপির মহিলা দলের সভানেত্রী বিউটি বেগম, উপজেলা মহিলা বিএনপি সভানেত্রী রুমা আক্তার বক্তব্য রাখেন।
সভায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দেশে এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকলকে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না।তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান। 
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসা বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অন্য কোন অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মতবিনিময় সভায় সকল বক্তারা, আগামী ১০ নভেম্বর/২৪ যে কোনো মূল্যে সম্মেলনকে সফল করার উপর গুরুত্বারোপ করেন। 

Side banner