Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কেশবপুরে বানভাসি মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ


দৈনিক পরিবার | নাজিম উদ্দীন, কেশবপুর (যশোর) প্রতিনিধি অক্টোবর ৫, ২০২৪, ০৮:১১ পিএম কেশবপুরে বানভাসি মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুরে বানভাসি মানুষের মাঝে যশোর জেলা বিএনপি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর-সাতক্ষীরা সড়কের  মধ্যকুল ও আলতাপোল নামক স্থানে টোঙ ঘরে,  কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, চিড়া, মুড়ি ও লবণ  বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,পৌর  বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাগরদাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান,  বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী,আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন প্রমুখ।

Side banner