Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাবেক হুইপ মাহবুব আরা গিনি গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৪, ১২:০১ পিএম সাবেক হুইপ মাহবুব আরা গিনি গ্রেপ্তার

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হচ্ছে।
গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ মধ্যরাতে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মাহবুব আরা বেগম গিনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

Side banner