বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের নেতৃত্বে তাঁতী দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রুবেল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় ডোমার উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ যুবরাজ হোসেন রাজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন বাদশা মিনার, হরিণচড়া ইউনিয়ন সভাপতি আসাদুল সরকার আজাদ, গোমনাতি ইউনিয়ন সভাপতি খীরেন্দ্র রায়, বামুনিয়া ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ ইসলাম প্রমুখ সহ উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ১০টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে ঢাকায় ফেরার পথে কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ)'র নেতাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
তিনি আরও বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ ঘটলেও, তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন লেবাসে আমাদের দলে অনুপ্রবেশ করে কলঙ্কিত করার চেষ্টা করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। এছাড়া গতকাল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের এদেশের মাটিতে বিচার করার দাবি জানাচ্ছে ডোমার উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল।'
আপনার মতামত লিখুন :