Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সমাজ থেকে সকল অন্যায় দূর করতে হবে: সেলিম উদ্দিন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৪, ০৭:১২ পিএম সমাজ থেকে সকল অন্যায় দূর করতে হবে: সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, সমাজ থেকে সকল দুষ্ট ক্ষত দূর করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তিনি বলেন, সমাজে চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ বদল হয়েছে। মাদকসহ সকল অন্যায়-অবিচার দূর করতে হবে। এসব দূর করতে না পারলে ছাত্র-জনতার এই আন্দোলন ব্যর্থ হবে।
সোমবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের টিবি গেট এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা সেলিম উদ্দিন আরও বলেন, দেশের সকল ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত করতে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশ গড়ার কাজে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।
সাম্প্রতিক আন্দোলনে জামায়াত-শিবিরের ১৩৬ জন নেতাকর্মী শহিদ হয়েছে বলেও দাবি করেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের পর নতুন বাংলাদেশ গঠনে আলেম ওলামাদের করণীয় শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসির আরাফাত।
সমাবেশে আরও বক্তব্য দেন বায়তুল মোকাররমের সিনিয়র খতিব মাওলানা মিজানুর রহমান, মাওলানা আ ন ম রশিদ আহমদ মাদানী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, গাউসুল আজম মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান প্রমুখ।

Side banner