Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

জামায়াতে ইসলামী বাঁশখালীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আরিফুল ইসলাম আগস্ট ১০, ২০২৪, ০১:৪৩ পিএম জামায়াতে ইসলামী বাঁশখালীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর কেন্দ্রীয় কর্মসূচির আংশ হিসেবে এই প্রথম মুক্ত আকাশে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখলাী উপজেলা বাহারচরা ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুহতারাম ইউনিয়ন আমীর হাসান আযাদ চৌধুরীর সভাপতিত্বে, মুহতারাম ইউনিয়ন সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি, বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহতারাম অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তাফা, উপজেলা নায়েবে আমীর আলেমে দ্বীন মুহতারাম অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা অফিস সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মুহতারাম মাওলানা মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাগমনিরাম ওয়ার্ডের আমীর মুহতারাম সাদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী উপজেলা পশ্চিম শাখার সভাপতি মুহতারাম তাশরিফ হোসেন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার প্রধান সমন্বয়ক মুহতারাম রাশেদুল ইসলাম চৌধুরী।
উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মুহতারাম মাস্টার মুহাম্মদ ইউসুফ, ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক মুহতারাম কামাল উদ্দীন চৌধুরী, বশিরউল্লাহ মিয়াজি বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সভাপতি বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব ডা: মাহবুবুল আলম, ইউনিয়ন যুব পরিচালক জনাব গাজী কামরুল ইসলাম কামরান, ইউনিয়ন প্রচার সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক পল্লী চিকিৎসক ডা: শাহারিয়ার আবদুল্লাহ পারভেজ, নুরুল হক চৌধুরী (প্রবাসী) প্রমুখ।

Side banner