Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদ আটক


দৈনিক পরিবার | মো. কামাল উদ্দিন আগস্ট ২, ২০২৪, ০৭:৫৮ পিএম মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদ আটক

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদল নেতা মুরশেদকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের কোমারপাড়া মোমেনাবাদ এলাকার নিজ বাড়ী থেকে আটক করা হয়।
জানা গেছে জেলা ছাত্রদল নেতা মুরশেদ ঢাকা থেকে শুক্রবারের দিন বাড়ীতে আসেন এবং সন্ধ্যায় নিজ বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। সে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন।
গত ২২ জুলাই নাশকতার মামলা হয় এবং এ মামলায় জাহিদুল, মুকুল, কালাম ও মুরশেদসহ ৪ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, নাশকতা মামলায় এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক  মুরশেদ আলমকে আটক করার পর শুক্রবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Side banner