Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতি গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২২, ২০২৫, ০২:৫৬ পিএম ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে উপজেলার বেড়াকুটি ও গংগারহাট বাজারে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল (৪৬) ও কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান ওরফে জ্যোতি মিয়া (২৮)। 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, আসামিরা তালিকাভুক্ত ফ্যাসিস্ট। শেখ হাসিনার দেশত্যাগের পর গত ৪ আগস্ট ফুলবাড়ী থানায় ও ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে আমিনুল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে জিল্লুর রহমান ফুলবাড়ী থানার এজাহারভুক্ত আসামি।

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর