সাভারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ইজাদারের দুই ট্রলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ছিনিয়ে নেওয়া ট্রলার দুটি উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় বংশী নদীর মিলন ঘাটে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা করে আসছি। অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী ঈদ উপলক্ষে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় আমার বাবা তাদের টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় এবং ঈদে পাঞ্জাবি দিবে বলে জানায়। কিন্তু তারা আজ বিকেলে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে আসে। আমাকেসহ আমার লোকজনকে মারধর করে। সে সময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করেছে বলে জানান তিনি। অন্তর সাভার পৌর ছাত্রদল নেতা মোশারফ হিমেল খানের অনুসারী বলে জানা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। রাত ১টার দিকে ছিনিয়ে নেওয়া ট্রলার দুটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :