Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
ইসলামী আন্দোলন বাংলাদেশ

সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার করতে হবে


দৈনিক পরিবার মার্চ ১৭, ২০২৫, ১০:২৭ পিএম সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, শুধু নির্বাচনের জন্য সংস্কার নয়, সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন স্বর্ণপট্টি লাইনে আয়োজিত ‘বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার ৩ নম্বর ওয়ার্ড।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বিগত পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। দেশকে দুর্নীতি ও লুটপাটের মহা আখড়ায় পরিণত করেছিল। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের আমূল সংস্কার না হলে নির্বাচন, সরকার গঠন, আইন ও বিচার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোটাই সম্ভব না।
মোহাম্মদ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে ও সৈয়দ রেজওয়ান হায়দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুফতী মো. মাছউদুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব নিয়াজ আহমেদ খান, পল্লবী থানা শাখার সভাপতি গোলাম মোস্তফা, মুফতি আব্দুল মান্নান আজিজ, ওমর ফারুক, আমীরুল হক, মুফতি রাশেদুল ইসলাম, আবু হানিফ, মুফতি নাছির মাহমুদ হুমায়ুন কবির প্রমুখ।

Side banner