Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল 


দৈনিক পরিবার | মোঃ সিফাত রানা মার্চ ১৬, ২০২৫, ০৮:৪৯ পিএম গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর  ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী ইয়াসিন আলী সর্দার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ টিটু, নাচোল বিএনপি নেতা  দুরুল হদা।
উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ইসলাম, ইউপি সদস্য ফয়সাল কবির, হাবিবুর রহমান, খলিল, আকতার সহ আরো অনেকেই।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশে জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Side banner