Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লিংকন গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১১, ২০২৫, ০১:০৯ পিএম টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লিংকন গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১১ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা। গত সোমবার গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, ‘গ্রেপ্তারকৃত লিংকন মোল্লাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Side banner