বগুড়ার ধুনটে দেশব্যাপী চলমান নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার ১০ মার্চ সকালে ধুনট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ধুনট সরকারি ডিগ্রি কলেজের মেইন গেইটে এই কর্মসূচি পালিত হয়। পাশাপাশি ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় অপূর্ব নামের এক ছাত্রদল কর্মীকে হত্যার বিচার দাবি করেছেন ছাত্রদল নেতারা। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, রাসেল মাহমুদ, এ,কে মিনু, রবিউল ইসলাম রতন, আসাদুল ইসলাম আসাদ, হাসান মাহমুদ অপূর্ব ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মিলন মিয়া, শাকিল আহমেদ, আরাফাত হোসেন প্রান্ত, বোরহান শেখ, রোহান।
এসময় বক্তারা বলেন, বর্তমানে নারীরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন। রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে পারছে না। গত জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের মা-বোনেরা সম্মুখসারিতে ছিলেন। অথচ আজও তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ হচ্ছে না। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :