ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদীর দক্ষিণ বাজারে সোমবার (১০ মার্চ) বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি ও যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ আকাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
এসময় তিনি বলেন, বিএনপি কোন পালিয়ে যাওয়ার দল নয়। আমাদের নেত্রী জেল খেটেছেন কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাঞ্ছারামপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছালে মুছা, বিএনপির সহ-সভাপতি মো. আবদুল মতিন, বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. তাইবুর হাসান মাসুম, বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এইচ শুকড়ী সেলিম, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. হানিফ মিয়া, মো. কুদ্দুস মেম্বার, মো. মোস্তাফিজুর রহমান, মো. রাশেদুল হক পলাশ, মো. মনিরুল হক সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :