Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ


দৈনিক পরিবার | ফয়েজুর রহমান ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:২৬ পিএম ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় ১৪৭ ময়মনসিংহ উত্তর ফুলপুর-তারাকান্দায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যডভোকেট ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) বিএনপির শরীফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের আহবায়ক মাওঃ মো. মাহবুব আলম, সদস্য সচিব আকবর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটি  শাহ ওয়ারেস আলী মামুন।

Side banner