ভোলায় অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাইনুল হাওলাদার, মো. ফয়েজ হাওলাদার ও মো. ফরিদ।
অপরদিকে পুলিশের পৃথক অভিযানে ভোলার দৌলতখান উপজেলার যুবলীগ নেতা মো. হাসনাইন ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্রলীগের সভাপতি ফাহিম বিশ্বাসকে আটক করে পুলিশ।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :