Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ঘোড়াঘাটে যুবদলের আনন্দ মিছিল


দৈনিক পরিবার | সেলিম রেজা ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:৩৫ পিএম ঘোড়াঘাটে যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার আংশিক কমিটি দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে আনন্দ মিছিল প্রদক্ষিণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু হাসমী, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মফিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাশরাফি হাসান সোহান, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক রিপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, প্রমুখ। 
এছাড়াও র‌্যালিতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner