Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার 


দৈনিক পরিবার | সাজেদুল ইসলাম  ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৩:৫২ পিএম ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার 

টাঙ্গাইলের ভূঞাপুরে অপারেশন ডেভিল হান্টে দুই আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে  ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাহাদীপুর নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম। 
এ সময় তিনি আরো বলেন, তাদের দুইজনকে টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Side banner