Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ 


দৈনিক পরিবার | মো. তামজিদ হোসেন রুবেল ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:১৯ পিএম রামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাগমুদ বাজারের মেইন গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পিতা: তোফাজ্জল হোসেন তফু, ইউপির যুবদল নেতা রাজু পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, আরিয়ান মিরাজ ,সিয়াম হোসেন"সহ অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর সাথে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।
ফাহিম চৌধুরী নামের আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসটিতে দেখা যায় তিনি লিখেছেন, জোরপূর্বক ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি আশেক এলাহি সুমন এর সিল ব্যবহার করে সাইন জালিয়াতি করে তিনটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মূল কারণ ইউনিয়ন সভাপতি আরমান হোসেন রাকিব এর ভাইয়ের নেতৃত্বে কিছু বখাটে ছেলে ২নং ওয়ার্ডস্থ কচু মার্কেটে একটি গ্রাম্য সালিসে অন্যায়ভাবে হস্তক্ষেপ করায় এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়। উক্ত সালিসে ৯নং বিএনপির সভাপতি ও সাবেক সভাপতি এবং দুই নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি / সেক্রেটারি সহ বেশ কয়েকজন জনসাধারণ উপস্থিত ছিল, পরবর্তীতে রাকিব দুই নং ওয়ার্ডে হামলা কারার জন্য ১ ও ৬নং ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীদের ডাকে তারা আসতে অস্বীকার করেন। এরই জের ধরে প্রথমে ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি আশেক এলাহি সুমনকে না জানিয়ে তার সাইন জালিয়াতি করে কমিটি বিলুপ্ত করে পরবর্তীতে উপজেলা ছাত্রদলের সভাপতি / সেক্রেটারিকে দিয়ে আশেক এলাহি সুমনের জোরপূর্বক সম্মতি নেয়। এখনো কিভাবে রামগঞ্জ উপজেলা বসে আছে এটার সুস্থ তদন্ত এখনো কেনো করা হলো না।
এবিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশেক এলাহি সুমন বলেন, ফাহিম চৌধুরীর যে অভিযোগ করেছে এটা একেবারে মিথ্যে, আমাদের সিদ্ধান্তে ভোলাকোট ইউনিয়নের অন্তর্গত ১.২.৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না থাকায় উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব বলেন, আমি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তক্রমে ইউনিয়নের  ১, ২, ও ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত করায় হয়েছে তারি জের ধরে সামাজিকমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। এটাকে কেন্দ্র করে বিগত দিনে আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা কিছু বিএনপির নেতার ইন্ধনে আমার বিরুদ্ধে নাগমুদ বাজারে একটি প্রতিবাদ সভা করে আমি এলাকার বাহিরে থাকার সুযোগে তারা প্রতিবাদ সভা শেষে আমার বাবা ও ছোট ভাইদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।
এই ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সদস্য ফাহিম চৌধুরী বলেন, আলোচনা না করে এক তরফাভাবে কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটি বিলুপ্ত নিয়ে ফেসবুকে পোস্ট করলে সভাপতি রাকিব আমাকে মারধর করে। এটাকে কেন্দ্র করে পুনরায় সভাপতির নেতৃত্বে একটি গ্রুপ এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগের সাপেক্ষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংঘর্ষের কারণ বের করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

Side banner